[ad_1]
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কার্টন ও পোটলা আকারের লাগেজ গ্রহণ করা হবে না মর্মে এয়ারলাইন্সগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ থেকেও যাতে কার্টন বা পোটলা আকারের লাগেজ চেক-ইন করানো না হয় সে বিষয়ে নির্দেশনা এসেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এয়ারলাইন্সের হেড অফিস থেকে।
ফুটবলের মত, গোলগোল্লা আকারের লাগেজ বেল্টে দেওয়ার পর তা বেল্ট থেকে পড়ে যায়। স্ক্যানিংয়ে সন্দেহজনক কিছু দেখা গেলে কার্টন বা পোটলা খুলে আবার আগের মত বেধে ফেলা যায় না। এরকম আকারের লাগেজ ডেলিভারি দিতে সময় বেশি লাগে। উড়োজাহাজের কার্গো হোল্ডে এরকম লাগেজ রাখতে বেশি জায়গা লাগে। এসব কারণেই এ নিষেধাজ্ঞা।
আপাতত সংযুক্ত আরব আমিরাত থেকে কার্টন ও পোটলা বুকিং দেওয়ার ব্যাপারে নিষেধ করা হলেও ভবিষ্যতে অন্যান্য দেশ থেকেও অনুরূপ নির্দেশনা আসতে পারে। বাংলাদেশে বাস, ট্রেন বা লঞ্চে যেভাবে ভ্রমণ করা যায়, আন্তর্জাতিক ফ্লাইটে সেভাবে ভ্রমণ করার সুযোগ নেই। এতদিন প্রবাসী শ্রমিকদের কার্টন বা পোটলায় মালামাল বহনের প্রবণতাকে আরব দেশগুলি উদারভাবে দেখলেও ভবিষ্যতে হয়ত আর দেখবে না। কষ্ট হলেও প্রবাসীদের নতুন নিয়মের সাথে অভ্যস্ত হতে হবে।
এ নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকার দেয়নি। বাংলাদেশ বিমান দেয়নি। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটরাও দেয়নি। তাই এ সিদ্ধান্তের সমালোচনা করা বা গালাগালি করার সুযোগ এখানে নেই। আজেবাজে কথা বললে অবশ্যই ব্যান করা হবে।
[ad_2]
Source